শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকাডুবিতে মা ও তার শিশুকন্যার সলিল সমাধি ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মাটিয়ান হাওড়ে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম (৩৫) ও তার কন্যাশিশু বিনতি আক্তার (৭) মারা যান। নিহত নাজমা বড়দল (জালুহাটি) গ্রামের সুহেল মিয়ার স্ত্রী। বড়দল গ্রামের ইউপি সদস্য সামায়ুন মিয়া শীর্ষ নিউজকে জানান, সন্ধ্যায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি ছোট নৌকাযোগে বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে গ্রাম পার্শ্ববর্তী মাটিয়ান হাওড়ে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।