শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর হত্যার হুমকির শিকার শান্তিগঞ্জ প্রেসক্লাব সদস্য, থানায় জিডি দিরাই-শাল্লার উন্নয়নে ড. শোয়াইব আহমদকে জয়যুক্ত করতে হবে: মাওলানা আব্দুর রব ইউসুফী
ছাতকে হতদরিদ্র ১৩ পরিবারকে ভিটে উচ্ছেদের আল্টিমেটাম

ছাতকে হতদরিদ্র ১৩ পরিবারকে ভিটে উচ্ছেদের আল্টিমেটাম

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে সন্ত্রাসী কায়দায় ১৩টি হতদরিদ্র পরিবারের বসত-বাড়ি জবরদখল ও তাদেরকে ভিটে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। এ সময় তাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে এক সপ্তাহের আল্টিমেটাম দেয়া হয়। ফলে ৮ মে নিজেদের নিরাপত্তা ও ভিটেবাড়ি রক্ষায় সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত আবেদন করা হয়। জানা যায়, মোল্লাপাড়া গ্রামের মৃত নাজির আহমদের ছেলে বাবুল মিয়ার দেয়া লিখিত অভিযোগে বলা হয়, উপজেলার ইসলামপুর ইউপির মোল্লাপাড়া ও ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী হোসনারা বেগম, মৃত আবদুল ওয়াদুদের মেয়ে জাহেরা বেগম, শুকুর আলীর স্ত্রী কমরুন নেছা, কলমধর আলীর স্ত্রী ছায়ারুন নেছা, মৃত রইছ আলীর ছেলে আফতাব আলী, কলমধর আলীর ছেলে আবদুল বারিক, মৃত তমিজ উদ্দিনের ছেলে হরমুজ আলী, আজিজুর রহমানের ছেলে তাজুল ইসলাম, মৃত নাজির আহমদের ছেলে আবদুর রহিম, মৃত দুদু মিয়ার ছেলে দিলোয়ার হোসেন, বাবুল মিয়ার স্ত্রী দিলোয়ারা বেগম, মৃত ইছত উল্লাহর স্ত্রী মালা বেগম ও মৃত আলা উদ্দিনের মেয়ে আজমান বেগমসহ ১৩টি পরিবার ৫০ বছরের অধিককাল থেকে ছাতকের ৭১ জেএলস্থিত ফকিরটিলা মৌজার ১/১নং খতিয়ানের (এসএ) ১২০নং দাগের সাড়ে ৪ একর খাস খতিয়ানের ভূমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। কিন্তু ৬ মে স্থানীয় কুচবাড়ি গ্রামের মৃত মছকন্দর আলীর ছেলে ছুরত আলী, মৃত আবদুল কুদ্দুছের ছেলে সামছুল হক, মৃত আশরাফ আলীর ছেলে আবদুস সামাদ, মৃত আবদুল আহাদের ছেলে মাসুক মিয়া, মৃত আবদুর রহিমের ছেলে নূর হোসেন ও কুমারদানী গ্রামের কুটি মিয়ার ছেলে রোপন মিয়াসহ অনেকে বংশানুক্রমে তাদের ভোগ দখলিয় ভূমি থেকে উচ্ছেদের জন্যে এক সপ্তাহের আল্টিমেটাম দেয়। এরপর থেকে তারা অব্যাহত হুমকি ও প্রাণনাশের ভয়ভীতিতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। তাদের দখলিয় খাস ভূমি লিজ দিতে সিলেট বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় এবং প্রশাসনিক সহায়তার জন্যে সিলেট ডিআইজি ও সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদন করা হয়। এ ব্যাপারে তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com