কানাইঘাট থেকে ইমরান হুসাইন চৌধুরীঃ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ ও চিকিৎসা সেবা বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলার প্রায় ৩ লক্ষ মানুষের একমাত্র স্বাস্থ্য সেবার আশ্রয়স্থল কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু বর্তমানে চারীদিকে ঝোপঝাড় আর ময়লা আবর্জনায় যেন মশা-মাছির আশ্রয়স্থল হিসাবে দাড়িয়ে আছে এটি। এতে করে বিঘ্ন ঘটছে স্বাস্থ্য সেবার। দীর্ঘ দিন থেকে এ রকম নোংরা পরিবেশে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। মঙ্গলবার নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় নির্বাহী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চর্তুদিক ঘুরে আর্বজনা, ড্রেইন থেকে উপচে পড়া ময়লা, নুংরা টয়লেট এমনকি কচু লতা-পাতায় ঘেরা জঙ্গলের দুষিত দূর্গন্ধযুক্ত পরিবেশ দেখে বিস্মিত হন। সরজমিন পরিদর্শন করে নির্বাহী কর্মকর্তা অন্তুষ্টি প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ সাঈদ এনামকে পরিবেশ পরিছন্ন রাখার নির্দেশ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক স্থানীয় সাংবাদিক আব্দুন নুর,শাহীন আহমদসহ স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত ডাক্তার ও কর্মচারীবৃন্দ। পরিদর্শন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ স্বাস্যসম্মত সুন্দর করার জন্য নির্বাহী কর্মকর্তা, মেয়র নিজাম উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় মেয়র নিজাম উদ্দিন নির্বাহী কর্মকর্তাকে আশস্থ করে বলেন আঙ্গিনা পরিস্কার করা ও মশা নিধন কার্যক্রম কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে করা হবে। এবং স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের বসার জন্য ২টি ব্রেঞ্চ ও বিশুদ্ধ পানির ২টি ফিল্টার প্রদান করবেন বলে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে চিকিৎসা সেবার খোজঁ নেন এবং তাদের সাথে কথা বলেন। বিশেষ করে মা ও শিশুদের প্রতি চিকিৎসকদের আরো যত্নশীল হওয়ার আহবান জানান।