শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
হাফিজুর রহমান আবু হানিফাঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজারের একটি দোকান কোঠা দখল নিয়ে দির্ঘদিন যাবত একই ইউনিয়নের জাউয়া কুনাপাড়া ও হাবিদপুর গ্রামের হাজি বাড়ীর মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল অনুমান ৯ ঘটিকার সময় উভয় পক্ষ বিরোধে জড়িয়ে পরে ফলে উভয় পক্ষের ব্যাপক আহত হয় গুরুতর আহত হাবিদপুর হাজি বাড়ির আব্দুল কাইয়ুম এর ছেলে হাফিজ সাঈদ আহমদ (২৪) কে কৈতক সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী মেডিক্যালের ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে আবার সংঘর্ষ শুরু হলে বিনন্দপুর নিবাসী সুলতান আলী (৪৫) নামের ব্যক্তি সালিশ হিসেবে মধ্যস্থতা করার এক পর্যায়ে হার্ড এটার্ক করেন পরে স্থানীয় কৈতক সরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে এবং এলাকায় তমতমে অবস্থা বিরাজ করছে! যে কোন মূহুর্তে বিরোধ নতুন করে শুরুর আশংকায় বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।