রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: বাদ জুমআ জামালগঞ্জ উপজেলা তৌহিদী জনতার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে উপজেলা মসজিদ প্রাঙ্গন থেকে এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা মসজিদ গেইট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ গেইটে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। মুহা.আলতাফুর রহমান’র সভাপতিত্বে ও উপজেলা জাতীয়পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃআল আমিন’র পরিচালনায় বক্তব্য রাখেন রামপুর হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুফিজুর রহমান আলাল, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ আরিফুল ইসলাম রনি, জহিরুল ইসলাম বুলেট, আল হক্কুল আমিন পরিষদ জামালগঞ্জ’র সহ-সভাপতি মোঃআনোয়ার হুসেন, খিদমাতুল ইনছান ফাউন্ডেশন জামালগঞ্জ-এর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রুবেল খান, ছাত্র জমিয়ত ভীমখালী ইউপি সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জসিম, জামালগঞ্জ সদর ইউপি সভাপতি হাফিজ মাহদী হাসান, সাধারণ সম্পাদক বায়েজীদ আহমদ মারুফ, জামালগঞ্জ উত্তর ইউপি সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এহসানুল হক, সংবাদকর্মী হাফিজ ইবাদুর রহমান, মৌলভী আবু বকর প্রমুখ।