রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, (জগন্নাথপুর): জগন্নাাথপুর উপজেলার ৯নং পাইলগাও ইউনিয়নে ঐতিহ্যবাহী অলৈতলী গ্রামের আল-আমিন ফাউন্ডেশন মানবতার সেবায় নিয়োজিত। রমজান সামনে রেখে কার্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতে রমজানের তাৎপর্য আলোচনা হয়। পরিশেষে আল-আমিন ফাইন্ডেশন-এর পক্ষ থেকে রমজানের হাদিয়া স্বরুপ মাহে রমজানের ক্যালেন্ডার, আতর, টুপি, তাসবিহ ও মিছওয়াক বিতরন করা হয়। এতে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় আলেম-ওলামা ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।