রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

ছাতকে ৫ চেয়ারম্যানের প্রকল্প অফিস ঘেরাও

চান মিয়া, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
ছাতকে একাধিক প্রকল্প বাতিল করায় বিক্ষুব্ধ ৫ জন ইউপি চেয়ারম্যান কর্তৃক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস দীর্ঘ ৬ ঘন্টা অবরোধ করে রাখেন। রোববার (৪ জুন) বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘেরাও কর্মসূচি পালন করা হয়। পরে নির্বাহী অফিসারের আশ্বাসে চেয়ারম্যানরা তাদের কর্মসূচি স্থগিত করেন। জানা যায়, রোববার অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন পিআইও অফিসসহ উপজেলা পরিষদের অধিকাংশ দপ্তর ছিল কর্মকর্তা শূণ্য। এ সময় অনেক দপ্তরই ছিল তালাবদ্ধ। চেয়ারম্যানদের অভিযোগ, স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের উন্নয়নের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। এছাড়া কাবিখা, কাবিটা, কর্মসৃজনসহ সরকারের যাবতিয় উন্নয়ন প্রকল্পের সভাপতি হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার। যা স্থানীয় সরকারের সকল ম্যানুয়েলে উল্লেখ করা হয়েছে। কিন্তু কর্মসৃজন প্রকল্পের প্রথম ধাপে সিংচাপইড়, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, নোয়ারাই, কালারুকা ও ছাতক সদর ইউপির বরাদ্ধ নিয়ে একটি মহল টালবাহানা শুরু করে। এসব ইউপির শতকরা ৫০ ভাগ বরাদ্ধ কেটে নিয়ে ২য় ধাপে বরাদ্ধের চেয়ে বেশি দেয়ার শর্তে বিষয়টি মিমাংসা করা হয়। কিন্তু ২য় ধাপেও সমন্বয় সভায় গৃহীত প্রকল্প বাতিল করে অনির্বাচিতদের নামে প্রকল্প বরাদ্ধ দেয়া হয়েছে। এতে পরিকল্পিকভাবে সরকারি টাকা আত্মসাতের কৌশল বলে তারা মন্তব্য করেন। এ সময় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোঃ সাহেল, আখলাকুর রহমান, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com