সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলায় অজ্ঞাত নামা দূর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত শ্মশানঘাট কালীমন্দির পরিদর্শন করলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। শুক্রবার বিকাল ৪টায় মন্দির পরিদর্শনকালে স্থানীদের দাবি অনুযায়ী মন্দির এলাকার সীমানা প্রাচীর নির্মাণ ও ক্ষতিগ্রস্ত প্রতিমা পুণঃনির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি। মন্দির ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তমান সরকার, আওয়ামীলীগ সরকার চায় এদেশের সব মানুষ সুখে থাকুক। কেউ কেউ বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করতে পারে তবে আপনাদের সচেতন থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য জহিরুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নূরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ, প্রবীণ মুরব্বি ধীরেন্দ্র পাল ধীরু, হিরেশ পাল, পশ্চিম পাগলা ইউপি সদস্য শওকতুল ইসলাম, ক্ষিতিশ দেবনাথ, রনজিত সূত্রধর, কবিন্দ্র দাশ, সমাজসেবী মনিন্দ্র পাল, নেপাল পাল, অমর পাল, তমেষ দাশ, কালা দেব, যুবলীগ নেতা মনোজ ভট্টাচার্য, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার ও ছাত্রলীগ নেতা আল মাহমুদ সোহেল প্রমুখ।