রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
মাগফুরুল হক, জগন্নাথপুর পৌরসভা প্রতিনিধি: ১৭-০৬-২০১৭ ইংরেজী শনিবার ইউকে সামাজিক সংগঠন, ইসলমিক এ্যাপিএল’র উদ্যোগে জগন্নাথপুরের হবিবপুর গ্রামের অসহায়, গরীব-দুখি পরিবারগুলির ১০০ পরিবারকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ লিটার তৈল, ১ কেজি ডাল ওদের কেজি পেয়াজ করে ত্রান বিতরন করা হয়। ইউকে সামাজিক সংগঠন ইসলামিক এ্যাপিএল কতৃক আয়োজিত ত্রান বিতরণ অনুষ্টানে, গ্রামের বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব মাওলানা আব্দাল হুসাইন-এর সভাপতিত্ত্বে, তরুণ সমাজ সেবক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবদানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আবু হুরায়রা সাদ মাষ্টার, বক্তব্য রাখেন হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুমান আহমেদ সুয়েব, রাজনীতিবিদ সাহেদ আহমদ, তরুণ সমাজ সেবক রশিদ আহমদ, হাফিজ মাওলানা সাঈদ আহমদ। উক্ত ত্রানবিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরুব্বী মখদ্দুছ মিয়া, মখলিছ মিয়া, মাওলানা নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা খালিদ আহমদ, মাওলানা নাহিদ আহমদ, মাওলানা হাফিজ আদনান হুসেন, মাসুক আহমদ, কামাল আহমদ, শরিফুদ্দিন আহমদ, আব্দুল খালিক, মাওলানা ইমরুল হুসাইন, সংবাদকর্মী জাবির আহমদ চৌধুরী, আনাছ আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্টানে উপস্থিত গ্রামের মুরুব্বী, যুবক-তরুণ এবং সাধারন জনতা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, সমাজের উপকারে এমন একটি সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা অপরিসীম। তারা আরও বলেন সংগঠনটি সমাজের কল্যাণে সর্বক্ষণ কাজ করে যাক, আমরা তার সফলতা কমনা করি। সংগঠনের সভাপতি মোঃ রুমেন মিয়ার সাথে মোঠুফোনে যোগাযোগকালে তিনি বলেন, আমরা পূর্বে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত ছিলাম, ইনশাআল্লাহ সংগঠন দ্বারা আগামীতেও সমাজ কল্যাণ মূলক কাজে এগিয়ে থাকব বলে আশাবাদী।