শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ব্লাউজের ভিতরে ৬টি টিকটিকি আর অন্তর্বাসের ভিতরে কিলবিল করতে থাকা ৬৫টা সাপ নিয়ে পাচারে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৪২ বছর বয়সী এক মহিলা। কিন্তু পুলিশের সন্দেহ হলে তল্লাসী চালিয়ে ব্লাউজের ভেতর থেকে সত্যি সত্যি বেরিয়ে আসে ৬৫টা সাপসহ ওই ৬টি টিকটিকি। ঘটনাটি ঘটেছে সুইডেনের কাস্টমস দফতরে। কাস্টমস কর্মীদের জেরার মুখে সেই মহিলা বলেন, তিনি একটা সরীসৃপ ফার্ম করতে চাইছেন। যে কারণে তিনি বিশ্বের বিভিন্নপ্রান্ত থেকে সাপ, টিকটিকি সংগ্রহ করছেন। মহিলা বলেন, যেহেতু নিয়মমাফিক সাপ বা টিকটিকি সুইডেনে নিয়ে আসা বারণ তাই তিনি লুকিয়ে এই কাজ করেছেন। ঘটনায় স্তম্ভিত কাস্টমস দফতরের কর্মীরা। তারা বলছেন, এভাবেও কোনও জিনিস পাচার করা যায় তা বোঝা কঠিন।