রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন
সামিউল কবীর: ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এসডিসি সমষ্টি প্রকল্পের উদ্যোগে কেয়ার বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এসডিসি এর অর্থায়নে আইডিয়া কর্তৃক বাস্তবায়িত এসডিসি সমষ্টি প্রকল্পটি সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের লক্ষ্য হল উৎপাদনকারী দলের সদস্যদের আধুনিক পদ্ধতিতে সবজী চাষের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষন পরবর্তী উৎপাদশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদনকারীকে বাজার ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা। একইসাথে উৎপাদন পরবর্তী উৎপাদনকারী যেন বাজার ব্যবস্থায় প্রবেশকারের মাধ্যমে ন্যায্য মূল্য পায় সেক্ষেত্রে লালতীর প্রাইভেট কোম্পানী, স্থানীয়ভাবে বীজ সার ও কীটনাশক বিক্রেতা এবং সবজি উৎপাদনকারী দলের মধ্যে এক সমঝোতা স্বারক চুক্তি সম্পন্ন হয়। যাতে লিংকেজ তৈরি করে দেয়ার মাধ্যমে উৎপাদনকারী সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১ ঘটিকায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন উৎপাদনকারী দলের নেতৃবৃন্দ, আনুষ্ঠানীকভাবে লালতীর কোম্পানীর প্রতিনিধি মোসাব্বেরুল ইসলাম, স্থানীয় বীজ সার ও কীটনাশক বিক্রেতা মের্সাস কৃষি বিপনীর সত্ত্বাধিকারী মো: আবুল কালাম আজাদ-এর সাথে সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষর করেন। সমঝোতা স্বারক চুক্তি করার ক্ষেত্রে সবজী দলের দলনেত্রী পহেলা বেগম বলেন, এ চুক্তিটি হওয়ার ফলে এখন এলাকায় একটি কালেকশন সেন্টার তৈরি করা হবে যেখানে দলের সদস্যদের সকলের উৎপাদিত সবজী নির্দিষ্ট সময় পৌছে দেয়া হবে এবং সবজী ক্রেতা নিদিষ্ট সময় সবজী নিয়ে যাবে ন্যায্য বাজার দরের ভিত্তিতে। স্থানীয় জনপ্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন বাদাঘাট ইউপির ৪নং ওর্য়াডের সদস্য মইনুদ্দিন মিয়া, তিনি আরও বলেন এ সমঝোতা চুক্তির ফলে উৎপাদনকালীন সময় উৎপাদনের বিভিন্ন পর্যায়ে সেবা নিশ্চিতের পাশাপাশি বীজ বিক্রেতা মানসম্মত এবং অধিক উৎপাদনশীল আগাম জাতের বীজ নিশ্চিত করবেন কেননা এখানে চুক্তির মধ্যে তার সে ধরণের দায়বদ্ধতা রয়েছে। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের বাজেটে কৃষি ক্ষেত্রে যে বরাদ্ধ রাখা হয়েছে সেখান থেকে প্রয়োজনীয় সহযোগীতা প্রাদানের ক্ষেত্রে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের সাথে আলোচনা করবেন। এদিকে প্রকল্প কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বলেন, এ প্রকল্পের কার্যক্রমের সমঝোতা স্বারকের একই শর্ত হলো প্রদর্শনী প্লট, তাই উৎপাদনকারী দল সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে যেমন জমি প্রস্তুত, রোপন দুরত্ব, বীজতলা তৈরি ও রোগবালাই দমন ইত্যাদি ক্ষেত্রে বাস্তব জ্ঞান অর্জন এবং উৎপাদনকারীরা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারবে। সমষ্টি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর বিদেশ রঞ্জন চৌধুরী বলেন, এ প্রকল্পের মাধ্যমে উৎপাদনকারী দলের সদস্যদের আরও বেশি কারিগরি জ্ঞান দক্ষতা বৃদ্ধি পাবে এবং এই চুক্তিটি ভবিষৎতে উৎপাদনকারী দলের জন্য অনেক সহায়ক হবে। উক্ত সমঝোতা স্বারক চুক্তি সম্পন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এলএসপি সভাপতি নুরহোসেন, এলএসপি লিটন দাশ, মনোয়ারা বেগম এবং আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সন্দীপ কুমার মিত্র ও সামিউল কবীর প্রমুখ।