শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন
মিজান আহমদ, পাইলগাঁও (জগন্নাথপুর) ইউনিয়ন সংবাদদাতা: অলৈইতলী কাতিয়া স্কুল আন্ত:জেলা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দোয়ারাবাজার উপজেলাকে ০২ শূন্য গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ান হয়েছে। পরে বিজয়ী দলের মধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম পুরস্কার বিতরণ করেছেন। জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব সত্যতা নিশ্চিত করে করেছেন।
এদিকে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহসহ অনেকেই।