আদিল রহমান রুমেল (মৌলভীবাজার) জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান। ৫ আগস্ট শনিবার বিকালে মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের পক্ষ থেকে ও ওয়াহাবুর রহমান রোমেলের সার্বিক তত্বাবধানে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে আরও অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল ওয়ালী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহুর রহমান, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আলাউর রহমানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ।