মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : দিরাই ডিগ্রি কলেজের ইতিহাসে এই প্রথম কুইজ প্রতিযোগিতা উল্লেখ করে কলেজের অধ্যক্ষ অনুকুল চন্দ দেব বলেছেন, ‘একটি প্রতিযোগিতা মেধা বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে, তাই সকল ছাত্র-ছাত্রীদেরকে এ রকম প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করলে মেধার বিকাশ ঘটবে।’ শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই ডিগ্রি কলেজের øাতক ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দিরাই ডিগ্রি কলেজের øাতক ১ম বর্ষের ছাত্র জানে আলমের পরিচানায় অন্যান্যের বক্তব্য রাখেন কলেজের শিক্ষক রনু ভৌমিক, জাহিদুল হক, সন্দিপন দাস, রফিকুল ইসলাম। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন øাতক ১ম বর্ষের ছাত্র ইসতিয়াক, খসরু, মুবিন, আজমল, যীষু, অনুপ, নিলয়, ফারুক। কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার লাভ করেছে শাওন চৌধুরী, ২য় পুরষ্কার প্রাপ্ত হয়েছে রুমানা আক্তার, ৩য় পুরষ্কার লাভ করেছে নোমান আহমদ। প্রতিযোগিতায় সর্বমোট ২০ জনকে পুর®কৃত করা হয়। এই কুইজ প্রতিযোগিতাটি কলেজের ইতিহাসে প্রথম।