সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ): আইডিয়া-এসডিসি সমষ্টি প্রকল্পের উদ্যোগে, কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় এবং এসডিসি-এর অর্থায়নে তাহিরপুরের বালিজুরি ইউনিয়নে তিনদিন ব্যাপি সামাজিক পরিবর্তন সঞ্চালকগণের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সম্পন্ন। বুধবার বিকাল ৩ ঘটিকায় প্রশিক্ষণ সমাপনীতে উপস্থিত ছিলেন বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ বাবুল মিয়া, সমপনীর সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে আজ যারা এ প্রশিক্ষণ করলেন তাদের জন্য ইহা এক বিশাল অর্জন। এই ধরনের উদ্যোগ গ্রহন করার জন্য আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই, আর আপনাদের এই মহৎ উদ্দেশ্য সফল করার লক্ষ্যে বালিজুরী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা প্রদান করা হবে। যাতে একঝাঁক উদ্যোমী সঞ্চালকদের মাধ্যমে এলাকার দরিদ্র, হতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নারীরা তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং স্থানীয় প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে। আমি মনে করি এলাকার উন্নয়নে দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ন নারীদের জন্য কাজ করতে এই মৌলিক প্রশিক্ষণটি সঞ্চালকগণের অনেক সহায়ক হবে। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন সমষ্টি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর বিদেশ রঞ্জন চৌধুরী, সামিউল কবির। প্রশিক্ষণ সমাপনীতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার বুলবুল আহমেদ, নারী সদস্য কামরুন নাহার চৌধুরী ও সংশ্লিষ্ট ইউপি সচিব বিজিত মৈত্র্য প্রমুখ। এদিকে তাহিরপুর আইডিয়া অফিস হল রুমে অনুষ্ঠিত ০৩ দিন ব্যাপি স্থানীয় সেবাদানকারীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণটি সম্পন্ন হয়। বুধবার বিকাল ৩.৩০ ঘটিকায় প্রশিক্ষণ সমাপনীতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আজ যারা এই প্রশিক্ষণটি গ্রহন করলেন মাঠ পর্যায়ে আপনারা আরও ভাল সেবা দিতে পারবেন বলে মনে করি, উপজেলা কৃষি অফিস আপনাদের সব ধরনের সহযোগীতা করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ সমাপনীতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, আইডিয়া সমষ্টি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম, মাঠ সহায়ক সন্দীপ কুমার মিত্র এবং এসপিও সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।