রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃংখলা কমিটির সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিনাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান, আনসার ভিডিবি অফিসার মো. নাজিম উদ্দিন, উপজেলা মৎম্য অফিসার সীমর কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম, পাগলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, হাজী আক্রম আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাংবাদিক মহিম উদ্দিন মহিম, নুরুল হক প্রমুখ।