রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এসপিএল প্রজেক্টের উদ্যোগে প্রজেক্ট ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে বিশ্বম্ভরপুর উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, রাজনীতি হচ্ছে মানুষের জন্য। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতেপারে তবে প্রতিহিংসা নয়। বিশ্বম্ভরপুরে রাজনৈতিক সহিষ্ণুতা নেই। তবে আমরা যে অবস্থায় আছি তা স্থায়ী করতে চাই। এজন্য যে কোন পরামর্শ আমরা নিতে প্রস্তুত। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর রাজনৈতিক প্যাটফর্ম আমরা তৈরী করে যাবো। যাতে নতুন প্রজন্ম সন্ত্রাস নয় রাজনীতিতে উৎসাহিত হবে। এসপিএল প্রজেক্টের মাধ্যমে আমরা সচেতন হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিশ্বম্ভরপুরে সুষ্টভাবে দেখতে চাই।
সুজন-সুশসনের জন্য নাগরিক বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি শেখ এটিএম আজরফের সভাপতিত্বে ও এসপিএল প্রজেক্টের সুনামগঞ্জ জেলা ফ্যাসিলিটেটর মো. আব্দুল হালিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসপিএল প্রজেক্টের পিএম সৈয়কত এস আইস। আলোচনায় অংশ নেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান মাষ্টার, পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সুজন সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমূখ।