শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: দিরাই উপজেলা জগদল আল ফারুক দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অনুদান ও সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া প্রত্যেক ক্লাসের ১ম এবং ২য় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদেরকেও এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল হোসেনের সভাপতিত্বে ও অত্র স্কুলের শিক্ষক দ্বীমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ডিজিএম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আবুতাহের, আব্দুস সুবহান মাস্টার, জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুখলিছুর রহমান লাল মিয়া, প্রধান শিক্ষক মুস্তফা কামাল পাশা, সহকারি প্রধান শিক্ষক জসিম উদ্দিন, আবুল কাসেম, আব্দুল হালিম, হুমায়ুন রশীদ লাভলু, অত্র স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সাদেক আহমেদ, রঞ্জন কান্তি রায়, জিতেন্দ্র কুমার, অত্র গ্রামের আজির মিয়া, বদিউজ্জামান, ইসবর মিয়া, আজিজ মিয়া প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, সার্বিক সহযোগিতায় ছিলেন শাহ আলীনুর ও সাব্বির আহমদ।