শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
ইমরান চৌধুরী
ঘর ভেঙে দিচ্ছে যখন
মারছে সবাই মিলে যখন
তখন বসন যায় না ভাই,
যার যা আছে তা নিয়ে
পাল্টা জবাব দিতে গিয়ে
মরলেও কোনো ব্যথা নাই।
দমে খোদার জিকির হবে
এক সারিতে থাকতে হবে
দন’ত বুলেট না থাক হে,
চৈতন্য সাহস হৃদয়ে থাকলে
পরামর্শ করে দশজনে মিলে
পরাভূত নেই সৈনিক হে।
শতকোটি প্রাণ তাজা আছে
রক্তের সাগর যাক না ভেসে
দেখো না এবার লড়ে!
বিজয় কেতন এই আমাদেরই
অনৈক্য আসবে মাঝে তাদেরই
দাঁড়াবে রণাঙ্গন সরে।
জেগো ওঠো! হে প্রতিচ্ছবি আলি-র
হাতল ধরো উমরের তরাবারীর
এইতো মোক্ষম সময়,
তুমি হবে খালিদ তিতুমীর
পদাঙ্ক অনুসরণ করবে আয়ূবীর
নিদের সময় নয়।