সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি গ্রামে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা। এ লক্ষ্যকে সামনে রেখে দেশে এর কার্যক্রম এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় ছাতক-দোয়ারায় প্রতিটি গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড উলে¬খ করে এমপি মানিক বলেন, বিশ্বের সাথে পাল¬া দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা চান মিয়ার সভাপতিত্বে ও ছাতক উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হুসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, সিলেট পল্ল¬ীবিদ্যুৎ বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মানবেন্দ্র লাল মুস্তাফি, সুনামগঞ্জ পল্ল¬ীবিদ্যুৎ সমিতির জিএম সোহেল পারভেজ, আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, কদর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোঃ লাহিন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হুসেন, আনোয়ার হুসেন আনু, সুনামগঞ্জ পল্ল¬ীবিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন, ছাতক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আফজাল হুসেন, ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, ও বিল¬াল আহমদ। ওইদিন সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউপির সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি আ’লীগ নেতা মরহুম আব্দুল মান্নান স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি। সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন মডেল উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক আব্দুল মান্নানের নামানুসারে স্থানীয় একটি ব্রীজের নাম করণের ঘোষণা দেন।