মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার: মানবতার আহবানে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সাহায্যার্থে পাশে দাঁড়াল দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদ। জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে বালুখালি ক্যাম্প, টেকনাফ, কক্সবাজারের রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ হতে রোহিঙ্গাদের মধ্যে ১টি টিউবওয়েল, স্যানিটেশনের জন্য নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করা হয়। এ ত্রাণ প্রদান কালে উপস্থিত ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ও জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম বাহারী, ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদের কর্মী মামুন আহমেদ প্রমুখ।