সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দিরাইয়ে ‘স্থানীয় সরকারে নারীর ক্ষমতায়ন, চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিরাই উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক তালুকদার, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রাজিয়া বেগম, উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য সাবিনা বেগম, আফিয়া বেগমসহ ইউনিয়ন পরিষদের নারী সদস্যা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।