বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে সম্প্রতি দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজ সম্মূখে প্রধান রাস্তায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর মিয়ানমার সরকারের সাম্প্রদায়িক নিপীড়ন, বর্বরতা, গণহত্যা, ধর্ষন, নারী ও শিশু নির্যাতনসহ বলপূর্বক দেশ ত্যাগের প্রতিবাদে র্যালী, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে আরোও বলা হয়, শান্তির জন্য যাকে নোবেল পুরস্কার দেওয়া হলো সেই অং সাং সূচীর শান্তির পদক ছিনিয়ে না নিলে, নোবেল পদকের প্রতি বিশ^বাসির আস্থা হারিয়ে যাবে। সেই সাথে সেনা প্রধানকে বিশ^আদালতে জবাবদিহীতা করতে হবে। আরোও জানানো হয়, আমরা রোহিঙ্গা মুসলমানদের সমবেদনা জ্ঞাপনসহ তাদের প্রতি মানবীয় দৃষ্টিভঙ্গিতে সম্ভব সকল সহায়তা প্রদানের চেষ্টা চালিয়ে যাব। উপজেলা সুজন’র সভাপতি প্রভাষক শেখ এটিএম আজরফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়। এছাড়া অধ্যাপক আব্দুল্লাহ, উপাধ্যক্ষ প্রমথ রঞ্চন চক্রবর্তী, দি হাঙ্গার প্রজেক্ট-এর জেলা সম্ময়ক আব্দুল হালিম, প্রভাষক শহীদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সুজন’র নির্বাহী সদস্য সাংবাদিক শফিউল আলম, ডিবিডি কলেজের প্রভাষক (বাংলা) রেশমা আক্তার, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুহানিফা, বিশিষ্ট সমাজ সেবক আলমগীর আলম প্রমূখ ব্যক্তিবর্গ। বক্তারা আরোও বলেন, পাশর্^বর্তী রাষ্ট্র ভারত, চীন, রাশিয়াসহ বিশে^র সকল রাষ্ট্র প্রধানদের প্রতি দৃষ্টি আকর্শন করে সহিংসতা বন্ধ ও নিরসনে তাদের ভূমিকা রাখার জন্য। দেশ ত্যাগী রোহিঙ্গা নির্যাতিত আশ্রয়প্রার্থী মুসলিম নারী-পূরুষ ও শিশুদের মানবিক কারনে সাহায্য ও আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। মানববন্ধন ও র্যালিতে দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিশ্বম্ভরপুর উপজেলার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।