শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ থাকলেই দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকার কারণেই আজ পদ্মা সেতু দৃশ্যমান, বিদ্যুৎ উৎপাদনে অভূতপুর্ব সাফল্য অর্জনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে একটি মহল দেশ বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশবাসীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দৃঢ়তার সাথে মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনার জন্য সকলের সহযোগীতা কামনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার এক উজ্জ্বল নক্ষত্র। যা আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ১০ লক্ষ নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি। শুধু দেশের নয়, আন্তর্জাতিক বিশে^ও শেখ হাসিনা আজ শান্তির প্রতিক।মঙ্গলবার দুপুর ২টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী রামকৃষ্ণ আখরা প্রাঙ্গনে তাড়ল, জগদল ও কুলঞ্জ ইউনিয়নের ১৫টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ বৈষ্ণবের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যডভোকেট সোহেল আহমদ, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়। এছাড়াও বক্তব্য রাখেন দ্বীপ লস্কর, দিগেন্দ্র বৈষ্ণব, সুদিপ্ত কুমার দাস প্রমুখ।