শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুর উপজেলার সকল সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমবায় কার্যালয়। বুধবার সকাল ১০টায় উপজেলা হল রুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ। সুনামগঞ্জ জেলার সমবায় সমিতির সহকারী প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনে প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার আব্দুশ শহিদ। কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস। শিশু শিক্ষা, নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরুয়ার আলম। উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ জঙ্গিনির্মূল ও দেশত্ববোধ তৈরী বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। সহকারী সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্বাবধানে উপজেলার মোট নিবন্ধিত ৬৫টি সমিতিকে আমন্ত্রণ জানানো হয় এবং এরমধ্যে বাছাইকৃত ৮টি সমিতির মোট ২৫ জন সদস্য উক্ত দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণে অংশ নেয়।