শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন
ভাটিপাড়া (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: হায়দরিয়া দাখিল মাদ্রাসার জেডিসি ও এসএসসি সমমান পরীক্ষার্থীদের টেষ্ঠ পরীক্ষা বর্জন। হায়দরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. কামরুল ইসলামকে বরখাস্তের গুন্ঞ্জন শুনে চলতি জেডিসি ও দাখিল পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। সুপারকে বরখাস্ত না করতে একটি দরখাস্ত মাদ্রাসার সভাপতি রুহুল আমিন তালুকদার বরাবরে দাখিল করেন অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।