শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা কাজী সমিতি গঠন করা হয়েছে। বুধবার দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কাজী মাওলানা আব্দুল মোমিনের সভাপতিত্বে ও জেলার সকল বিবাহ-তালাক রেজিস্ট্রারদের উপস্থিতে কাজী মাওলানা অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজকে সভাপতি, কাজী মাওলানা আব্দুস সামাদকে সাধারণ স¤পাদক ও সাংবাদিক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজকে সাংগঠনিক স¤পাদক করে জেলা কাজী সমিতি গঠন করা হয়েছে। পরবর্তীতে স¤পুর্ণ কমিটির ঘোষণা করা হবে। যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, তারা হলেন কাজী মাওলানা আব্দুল মোমিন, হাজী কাজী মাওলানা শাহেদ আলী, কাজী মাওলানা আবুনছর মোঃ শারফুল বাশার, কাজী মাওলানা নূরুল আজিজ চৌধুরী, কাজী মাওলানা মাহমুদুর রহমান আযাদ, কাজী মাওলানা তাজুল ইসলাম আলফাজ, কাজী মাওলানা আজিজুর রহমান, কাজী মাওলানা আব্দুল মান্নান, কাজী মাওলানা সৈয়দ আহমদ, কাজী মাওলানা ছিদ্দিকুর রহমান, কাজী মাওলানা আশিক উদ্দীন বিপ্লবী, কাজী মাওলানা নুরুল আজিজ চৌধুরী, সাংবাদিক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ।