বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরীর বিদায় উপলক্ষে এক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম শামীমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অরুপ রায় ও প্রভাকর মজুমদারের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মোঃ রহিছ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনিরুল হাসান ও সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল কবির, দাতা সদস্য এম নবী হোসেন, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক আবদুল মতিন, সাবেক সদস্য ও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, সদস্য নিশেন্দু রায়, সাবেক সদস্য পংকজ পাল চৌধুরী, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, সহকারী শিক্ষক মোঃ আক্তার হোসেন, শিক্ষার্থী আখি সরকার ও সাদিয়া আক্তার প্রমূখ। বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালনে তার শ্রম-মেধা ও যোগ্যতা দিয়ে একটি আধুনিক বিদ্যালয় হিসাবে গঠন সক্ষম হয়েছে।