সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
জাবের হোসেন চৌধুরী, ভাটিপাড়া (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: অদ্য ০৬।১১।১৭ইং জাতীয়তাবাদী ছাত্রদল ভাটিপাড়া ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি এইচ তারেক মনোয়ার বকুলের সভাপতিত্বে সহিরুল আলম ও রুহেলের পরিচালনায় ভাটিপাড়া বাজারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, সুনামগন্ঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক জননেতা নাছির উদ্দিন চৌধুরী সাবেক এমপি। বক্তব্যকালে বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ছাত্রদলকে রাজপথে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী, আজমল বখত সাদেক ইকবাল চৌঃ, ছাত্রদল নেতা ইকবাল হোসেন, শাহ আলম, জুনেদ মিয়া, এসএম সায়েম, মিশু চৌধুরী, মেহেদী হাসান চৌঃ, ইউ/পি বিএনপি নেতা বানাছ উদ্দিন, নবাব তালুকদার, শাহ আলম দ্বীপ, সারুত মিয়া চৌধুরী, যুবদল সভাপতি সৈদুর রহমান তালূকদার প্রমুখ। পরিশেষে গোলাম কিবরিয়া তালুকদারকে সভাপতি, সজিব আহমদকে সাধারন সম্পাদক, আফজল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যর কমিটি ঘোষনা করেন।