শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): বাংলাদেশ যুব মহিলালীগ সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সভা অুনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় যুব মহিলালীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব মহিলালীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক সানজিদা নাসরীন ডায়নার সভাপতিত্বে ও পৌর কমিটির আহবায়ক মনোয়ারা বেগমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিলুফা ইয়াসমিন নিলু।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য লাভলী সুলতানা, সনামগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহবায়ক সাদিয়া বখত শোরভী ও সেলিনা আবেদীন, ধর্মপাশা উপজেলা যুব মহিলালীগের আহবায়ক ইয়াসমিন আক্তার, তাহিরপুর উপজেলা আজহবায়ক আইরিন আক্তার, দোয়ারাবাজার উপজেলা যুব মহিলালীগের আহবায়ক সুলতানা দিপুমণি, জামালগঞ্জ উপজেলার আহবায়ক শাহানা আল আজাদ, জগন্নাথপুর উপজেলার আহবায়ক ফেরদৌসী সিদ্দিকা তানিয়া, বিশ^ম্ভরপুর উপজেলার আহবায়ক জান্নাত মরিয়ম, সদর উপজেলা শাখার আহবায়ক মণি আক্তার, সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি এম নোমান হাসান খান প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলের সকল উন্নয়ন কর্মকান্ড সাধারন জনগনের মাঝে তুলে ধরতে উপস্থিত মহিলালীগের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।