মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন সংবাদদাতাঃ দিরাই-শাল্লায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, হাওরপাড়ের কৃষকরা অকালে সোনার ফসল হারিয়ে পরিবারের খরচ যোগাতে হিমশিম খাচ্ছিলেন, তখনি হাওর পাড়ের অসহায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে ছুটে এসেছিলেন গনতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা। কৃষকদের জন্য ভিজিএফ প্রকল্পের মাধ্যমে চাল ও নগদ অর্থ দিয়ে যাচ্ছেন। সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি আরো বলেন, স্বাধীনতার স্বপক্ষে শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে, আপনাদের দোয়া নিয়ে আমি দিরাই-শাল্লার উন্নয়নে আত্মনিয়োগ করতে চাই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ বদ্ধ হয়ে কাজ করতে হবে। আমার আপন ভাই তালেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমি ছাত্র জীবন থেকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গঠনে কাজ করে যাচ্ছেন, সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনের নিশ্চয়তা দিয়ে সকল ধর্ম প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ দিয়ে হচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আবার ক্ষমতায় এলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
শনিবার দিনব্যাপি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের খলদুম কালীমন্দির, উজানধল শিবমন্দির, লালহাটি গীতা আশ্রম, ভৈরব মন্দির ও ধল দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির ও সর্বস্তরের জনতার সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় সভাপত্বিত করেন মন্দির কমিটির সভাপতি বীরেন্দ্র কুমার দাস ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক বামা চরন দাস। ধল মাদ্রাসার হল রোমে সভাপত্বিত করেন ধল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইদুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুত্র শাহ নুর জালাল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, এডভোকেট প্রসেন কান্তি চক্রবর্তী প্রণয়, সাংবাদিক খালেদ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান মিয়া, ধল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক ছাদ্দিক মিয়া, হাতিয়া পীর আকিলশাহ মাদ্রাসার সহ-সুপার আব্দুল ওদুদ, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল হাফিজ, বঙ্গবন্ধু পরিষদ নেতা নুরুল কাইয়ূম , সিলেট মহানগর তাতীলীগ সাধারণ সম্পাদক নোমান আহমদ, তাড়ল ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহিত আহমদ, হাতিয়া পীর আকিলশাহ মাজারের খাদিম রফু মিয়া, কুলঞ্জ ইউপি যুবলীগ সাবেক সভাপতি জসিম উদ্দিন, তাড়ল ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবজল হোসেন, সাধারন সম্পাদক রাজা মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তজু মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিয়ত উল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কায় মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সফিক মিয়া, ইউপি সদস্য গোলাপ মিয়া, ইউপি সদস্য লাল মিয়া, ইউপি সদস্য শিমুল মিয়া, আওয়ামী লীগ নেতা খনটই মিয়া, হেলাল মিয়া, কৃষকলীগ নেতা সুফি মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা আবু সালেহ, বিশিষ্ট রেফারী আবাবুর রহমান, সাংস্কৃতিক জোট নেতা আখলাক হোসেন, শ্রমিকলীগ নেতা দিলাল মিয়া, রহিম আলী, সমসু মিয়া, আওয়ামী লীগ নেতা নৌশাদ মিয়া, ময়না মিয়া, আক্কাছ মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল তাহিদ, দুবাই কমিউনিটি নেতা তুফেল আহমদ, বিশিষ্ট বাউলশিল্পি রমেশ ঠাকুর, বাউল ঝলক শাহ, বাউল দুখু মিয়া, বাউল বিরহী মিটু, বাউল রুমান, বাউল সুবাস, বাউল আছকির সাহেবের ছেলে বাউল আলী আকবর, অমর চাদ বকু, বিন্দ্র চৌধুরী, রজত চৌধুরী, মনু শুক্লা বৈদ্য, হরিদাস, বলরাম দাস, জগদীশ দাস, নীকেস দাস, পলু দাস, সবুত দাস, অন্জন দাস, প্রদীপ চৌধুরী, শৈলন রায়, অমল চৌধুরী, বাবলু রায়, সুমনদ্র দাস, প্রসন্ন দাস, ছত্তার মিয়া, আলী মেম্বার, জমির মিয়া, ফিরুজ আহমদ, যুবলীগ নেতা দুদু মিয়া, ছামান মিয়া, ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন, জাহেদ হাসান, আকিকুর রহমান।