মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : শ্রদ্ধা আর ভালোবাসায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও জাতীয়পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ তার বাবা-মাার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন। শনিবার বাদ আসর তার নিজ গ্রাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ডিগ্রি কলেজ মাঠে সর্বশেষ ৮ম জানাজা শেষে তাকে বাবা কাজী আলী আহমেদ ও মা তাহেরা খাতুনের কবরের পাশে দাফন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিকে দুপুর ২টার দিকে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাজী জাফর আহমেদের ৭ম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে। দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী স্কুল মাঠে তার ৬ষ্ঠ জানাজা অনুষ্ঠিত হয়। সুয়াগাজী উচ্চ বিদ্যালয় মাঠের জানাজা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও প্রাক্তন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। দুপুর ১২টায় কুমিল্লা মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার ৫ম জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।