সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, পুর্ববীরগাও ইউনিয়নে পাওবোর পিআইসি গঠন করা হয়েছে। বৃহি¯পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে, পাউবো উপ-সহকারী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ ফারুক আল মামুনের পরিচালনায় পিআইসি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সদস্য হাবিবুর রহমান, আজম আলী, সাবেক ইউপি সদস্য আরমুছ আলী, ইউপি সদস্যা পু®প বেগম, ইউপি সদস্য মছকু মিয়া, হাবিবুর রহমান, আশরাফ আলী, আব্দুল জলিল, সুজন চন্দ্র তালুকদার, আনোয়ার হোসেন, আব্দুল বাতিন, মহিবুর রহমান, কৃষক মন্তাজ আলী, নজরুল ইসলাম, আলতাব আলী, আব্দুল মন্নান, সাদ্দক আলী, সাইফুল মুল্লুক, নুর মিয়া, আঙ্গুর মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ইউনিয়নে মোট ২১টি পিআইসি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার।
অপরদিকে পুর্ববীরগাও ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বিকাল ২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে, পাউবো উপ-সহকারী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ ফারুক আল মামুনের পরিচালনায় পিআইসি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো নূর কালাম, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সদস্য হাবিবুর রহমান, নাজিম উদ্দীন, আজম আলী, ইউপি সদস্য মিজানুর রহমান, জুবায়েল আহমদ, আবুল খয়ের, ময়না মিয়া, দিদারুল হক, আসাদ মিয়া, সদস্যা সিরাজুন নেছা, নাজমা বেগম, কৃষক তৈয়বুল হক, খোয়াজ আলী, আনোয়ার হোসেন মনর উল্লাহ, খালিকুজ্জামান, বুইদ্দা মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ইউনিয়নে মোট ৭টি পিআইসি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার।
উল্লেখ্য, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও, পাথারিয়া, পুর্বপাগলা, দরগাহপাশা, পশ্চিম পাগলা, জয়কলস, পুর্ববীরগাও ইউনিয়নে স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ (৭টি ইউনিয়নে) ৬০টি পিআইসি গঠন করেছেন।