মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী শুভ উদ্ভোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোলেমানপুর বাজারে এ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী শুভ উদ্ভোধন করা হয়। উপজেলার শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম চৌধুরী। ডা. রফিক চৌধুরী বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতির বিশ্বাসী, জনগণ ভাল-মন্দ বিচার করতে জানে, এ দেশের জনগণ দেখিয়ে দিবে ধানের শীষে ভোট দিয়ে, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির বিজয় হবে সুনিশ্চিত। জনবিচ্ছিন আওয়ামীলীগ সরকার দেশবাসির উপর পাথর চাপা হয়ে আছে, ক্ষমতা হারানোর ভয়ে সরকার হত্যা, ঘুম, মামলা-হামলা চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। সরকার বিনা ভোটে আবারও ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে। শেখ হাসিনার অধিনে এ দেশে আর কোন নির্বাচন জনগণ মেনে নিবেনা। সভায় সভাপতিত্ব করেন ২নং শ্রীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম নূর ও ইউপি সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা যুবদলের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, ধর্মপাশা সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপান, সাবেক প্রচার সম্পাদক মজিবুর রহমান মজুমদার, জেলা বিএনপির সাবেক সদস জুলফিকার আলী ভুট্টো। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মধ্যনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, যুবদলের আহবায়ক কামাল হোসেন, কৃষকদলের আহবায়ক বিজন বিহারী কাজল, ধর্মপাশা উপজেলার কৃষক দলের আহবায়ক আওলাদ হোসেন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বাবুল হাসান, ছাত্রনেতা নাসরুম, বাদাঘাট ইউপি বিএনপির সভাপতি চান মিয়া মাস্টার, ইউপি বিএনপি নেতা আব্দুল নুর, সিরাজুল হক, যুবদল নেতা সজিবুর রহমান, কামাল হোসেন, ধর্মপাশা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিপন আহম্মেদ, যুবদল নেতা নয়ন, ছাত্রনেতা আব্দুর কাদির, মজনু, পাইকরাটি ইউপি বিনএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ প্রমূখ। বক্তারা বলেন, সদস্য সংগ্রহ ও নবায়ান কর্মসূচীর অব্যাহত থাকবে, যাতে করে তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। এতে নারী-পুরুষ সকলেই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।