শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
নাজমুল ইসলাম মকবুল
বিজয় বিজয় করে সবাই গলা ফাটাই
স্বপ্ন দেখি সকল দিনই সুখে কাটাই।
আশা করে পার্লামেন্টে যাদের পাঠাই
তারা বলেন বিলাসিতা করে কাটাই।
একটু খুঁজি কার হাতে সেই সুখের নাটাই
পাশের বাড়ির সখিনার মার নেই যে চাটাই।
কাউকে আবার ফন্দি করে কামলা খাটাই
কাউকে আবার পিছন পিছন শুধু হাটাই।
জায়গামতো চাটুকারদের নিজে সাটাই
তাদের দিয়ে সবখানেতে মলম বাটাই।
মনে করি যে বা যারা গলার কাটাই
অবস হবার জন্য দিতে পারি লাটাই।।