শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে গাজাসহ দুই ব্যক্তিকে আটকের পর দুপুরে ১ কেজি ৮শ’ গ্রাম পাউডার জাতীয় দ্রব্যসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এগুলোকে কোকেন বলে সন্দেহ করা হচ্ছে। আটককৃত ব্যক্তির নাম গোমেজ (৩৫), তিনি পেরুর নাগরিক। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান জানান, দুবাই থেকে কোকেন পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা তৎপর ছিলাম। দুপুর ২টার দিকে দুবাই এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮২ তে করে গোমেজ শাহজালালে নামেন। এ সময় তার ট্রলিব্যাগ তল্লাশি করে এ পাউডার জাতীয় দ্রব্য পাওয়া যায়। ধারনা করা হচ্ছে এগুলো কোকেন, তবে পরীক্ষার পর বিস্তারিত জানানো যাবে।