শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাঘাট প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১০ ঘটিকার সময় গাছবাড়ী বাজার বন্ধন কমিউনিটি সেন্টারে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং অসহায় গরীব পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছাত্রদল নেতা শামীম আহমদের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা ফাহাদ রেজা ও জুনেদ আহমদ বুলবুলের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এখলাসুর রাহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রাহমান পাপলু, ৮নং ইউপির চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য আব্বাস উদ্দিন, কামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ৭নং ইউপি যুবদলের আহবায়ক হারুনুর রশিদ, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য দেলোয়ার, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জিল্লুর রাহমান, জেলা ছাত্রদলের সদস্য ফজলে রাব্বি রিমন, সরকারি কলেজ ছাত্রদল নেতা আজমল হুসেন, যুবদল নেতা কিবরিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য লিমন, গাছবাড়ী ডিগ্রী কলেজের সিনিয়র ছাত্রদল নেতা আহমেদ জয়নাল, মাজেদ, মজনু, ইকরাম, ফজলু, জাহাঙ্গীর, ছাত্রদল নেতা মামুন, দেলোয়ার, আলমাছ, মাজেদ, আবদুল্লাহ, রাহিম, করিম, মিজান, এহসান, সালমান, আনোয়ার, সামিয়ান, ফাহিম, নোমান, মাহবুব, শহিদ, আলমগির, লাবিব, আম্বিয়া, সাইফুর, জুবের, জাকির, আলবি, ইমরান, নোমান, শুয়েইব, জাহাংগীর প্রমুখ। এ সময় নেতা তাদের ব্যক্তবে শহীদ জিয়া জীবনী পাঠ করেন।