শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মাহবুব তালুকদার সিলেট বিভাগের ইংলিশ অলিম্পিয়াড আয়োজিত স্মল স্টার্ট গ্রুপে নির্বাচিত হয়েছে। গত বছর ১৩ নভেম্বর সুনামগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত ইংলিশ অলিম্পিয়াড পরীক্ষায় স্মল স্টার্ট গ্রুপে জেলার একমাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে মাহবুব। ইংলিশ অলিম্পিয়াড কর্তৃক মনোনিত শিক্ষার্থীদের ঢাকায় পরবর্তী রাউন্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঐ রাউন্ডে সে নির্বাচিত হলে পরবর্তী রাউন্ড যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহন করার কথা রয়েছে। সে দৈনিক হাওরাঞ্চলের কথার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার ও ডা: সানজিদা খানমের প্রথম পুত্র। মাহবুব সকলের দোয়া প্রার্থী।