শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
এস এম উমেদ আলী, কুলঞ্জ ইউনিয়ন সংবাদদাতাঃ ৫-২-১৮ ইং দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের টাঙ্গুয়া হাওরের গাইট্টা-ঘাগটিয়া বাঁধের মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। টাঙ্গুয়ার হাওরের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁধ হিসেবে এ বাধটি, তাই খুবই সতর্কতার সহিত বাঁধটি বাধা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় বাঁধে মাটি কাটার সময় উপস্থিত ছিলেন ৯নং কুলঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ জাকারিয়া। তিনি বলেন, আমরা হাওরের কৃষকদের পাশে থাকতে চাই। সরকারের উন্নয়নের সাথে থাকতে চাই। আর ব্যর্থতা নয়, এবার কৃষকের মুখ হাসি দেখতে চাই। তিনি উপস্থিত থেকে কাজের তদারকি করতেছেন, ১২ থেকে ১৫ দিনের মধ্যেই বাঁধের কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদী। এ সময় উপস্থিত ছিলেন ৯নং কুলঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ জাকারিয়া, সৈয়দ নূরউদ্দীন, সৈয়দ আলী হোসেন, কাজের ঠিকাদর মাসুদ মিয়া, এলাকার কৃষকগণ ও প্রকল্প কমিটির সদস্যবৃন্দ।