শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
এমসি কলেজে ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোতা অনুষ্ঠিত

এমসি কলেজে ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোতা অনুষ্ঠিত

আশরাফ আহমেদ, এমসি কলেজ প্রতিনিধি: এমসি কলেজ মুরারিচাঁদ কবিতা পরিষদের (পূর্ব নাম জাতিয় কবিতা পরিষদ) উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় পুরোনো বাংলা ভিবাগের টিন শেডের দুটি কক্ষে ১১২ জন এম.সি শিক্ষার্থীর অংশ গ্রহণে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৫২ প্রশ্নে ২১ পুরষ্কারের এই কুইজ প্রতিযোতার মুল বিষয় ছিল, মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বাংলা ভাষা ও সাহিত্য। ত্রিশ মিনিটে ৫২টি প্রশ্নের এই ব্যতিক্রমী প্রতিযোতায় মোট ২১টি পুরস্কার দেওয়ার কারণটি জানতে চাওয়া হলে পরিষদটির সভাপতি বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করার ধরুন আমরা প্রশ্নের সংখ্যা এবং পুরস্কার দিয়ে থাকি।
কুইজ প্রতিযোতায় অংশ গ্রহণের জন্যে অনেকে আবেদন করলেও বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিচারের রায়কে কেন্দ্র করে দেশের অন্যান্য স্থানের মত এমসি কলেজে ও থমথমে ভাব বিরাজ করে, যে কারণে অনেকেই কলেজে না আসার ধরুন প্রতিযোতায় অংশ নিতে পারেন নি। ব্যাপক এই উত্তেজনামুলক অবস্থার কারণে প্রতিযোতায় কোন ধরনের প্রভাব পড়েছে কিনা জানতে চাওয়া হলে, মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি লক্ষণ রায় বলেন, পরিক্ষায় উপস্তিতির হার কিছুটা কম হলেও কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই সুশৃঙ্খলভাবে আমরা কুইজ প্রতিযোগীতাটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এ সময় পরিষদের পক্ষ থেকে কুইজ প্রতিযোতায় অংশ গ্রহণকারী এমসি শিক্ষার্থীদের কবিতা পরিষদের সদস্য হয়ে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চায় এগিয়ে আসার আহবান জানানো হয়। এ সময় প্রতিযোগিতার সার্বিক অবস্থা দেখতে এবং পরিক্ষার্থীদের উৎসাহ দেয়ার লক্ষে পরিক্ষাকেন্দ্রে উপস্তিত হন এমসি কলেজ বাংলা ভিবাগের সহকারী অধ্যাপক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, প্রতি বছর মহান ভাষার এই মাসে এ রকম একটি ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোতা আয়োজনের মাধ্যমে মুরারিচাঁদ কবিতা পরিষদ শিক্ষার্থীদের মধ্যে নতুনভাবে বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন, বাংলা ভাষা ও সাহিত্যকে পরিচয় করিয়ে দিচ্ছে যা এমসি কলেজের জন্যে গৌরবিত একটি বিষয়।
উল্লেখ্যঃ একটি অরাজনৈতিক সংঘটন হিসেবে ২০১১ সালে প্রতিষ্ঠত মুরারিচাঁদ কবিতা পরিষদ প্রতি বছর এ রকম ভিন্নধর্মী কুইজ প্রতিযোগীতার আয়োজনসহ ভিবিন্ন কবি সাহিত্যকের জন্মদিন পালন, জাতিয় দিবষ পালন ও আলোচনা সভাসহ কলেজের ভিবিন্ন উন্নয়নমুলক কাজে সক্রিয় অংশ গ্রহণ করে বেশ সুনামের সাথে এগিয়ে যাচ্ছে,  তাছাড়া মুরারিচাঁদ কবিতা পরিষদের পক্ষথেকে গত বছর এমসি কলেজের ইতিহাসে কলেজ ক্যাম্পাসে প্রথমবারের মত একুশে বইমেলার আয়োজন করা হয়,যা সর্বমহলে প্রসংসীত হয়েছে। এবার ও কিছুদিনের মধ্যে পরিষদের পক্ষথেকে বইমেলার আয়োজন করা হবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com