সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ‘ক্রীড়া শক্তি ক্রীড়া বল’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কিন্ডার গার্ডেন’র ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার বিকেলে কিন্ডার গার্ডেন-এর মাঠে অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ১০ ও ১১ ফেব্রুয়ারী সকাল থেকে দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ কিন্ডার গার্ডেন-এর অধ্যক্ষ জরিনা আক্তার বিনা। সহকারী শিক্ষক আলী আক্কাস মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, বিশেষ অতিথি মো. শামীম আল ইমরানের সহধর্মীনী লুৎফা আক্তার, পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য সামছুজ্জামান, সাবিহা জাহান, নাসির উদ্দিন, মৌলানা রিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুকবুল আফিন্দী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কিন্ডার গার্ডেন-এর শিক্ষক আলী আমজাদ, মিনতি সরকার, বাসন্তী রানী, আমিনা বেগম, মুক্তা দাস, মুক্তা সরকার, শাবনাজ চৌধুরী প্রমূখ।