শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
মোফাজ্জল হোসেন হিরা, ধর্মপাশা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশায় দুই দিনব্যাপী গ্রামীণ কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বেসরকারি সংস্থা কারিতাস-এর ময়মনসিংহ অঞ্চলের জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের উদ্যোগে সোমবার বিকেল তিনটায় উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঁকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অনুষ্ঠানে কারিতাসের সিনিয়র ম্যানেজার আগাস্টিন বারই’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন জুনিয়র প্রোগ্রাম অফিসার প্রীতি রিচিল। অন্যানের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ, চামরদানি ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ। মেলায় কৃষি ও প্রযুক্তি বিষয়ক ৩৪টি স্টল স্থান পায়।