মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : বাংলাদেশের শতকরা ৬৭ শতাংশ মানুষ চায় আগামী নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। এমনি তথ্য এসেছে আন্তর্জাতিক সংস্থার পরিচালিত একটি জরিপ থেকে। এই জরিপে বলা হয়েছে, বাংলাদেশের ৬৭ শতাংশ মানুষ মনে করেন, আগামী সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়া উচিত। বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রবিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। গত ২৩ মে থেকে ১০ জুন ১৮ থেকে বেশি বয়সের ২৫৫০ জন নারী-পুরুষ এই জরিপে অংশ নেন। জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। বাংলাদেশের সাতটি বিভাগে পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের ৭৪ শতাংশ গ্রামে এবং ২৬ শতাংশ থাকেন শহরে।