শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা: সিলেট জেলা অটোরিক্স শ্রমিক ইউনিয়ন চট্ট-৭০৭ শাখার অর্ন্তভুক্ত গাছবাড়ী বাজার শাখার ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার স্থানীয় রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে আতাউর রহমান আতাই (প্রাপ্ত ভোট ১৭৩), সহ-সভাপতি পদে মানিক মিয়া (প্রাপ্ত ভোট ১৮৭), সাধারণ সম্পাদক পদে লোকমান হেকিম (প্রাপ্ত ভোট ২০৯), সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ (পাশা) (প্রাপ্ত ভোট ১৮২)। সম্মানিত সদস্য গিয়াস উদ্দিন প্রাপ্ত ভোট ১২৮, মোঃ ফখরুল ইসলাম প্রাপ্ত ভোট ১২২, হাবিবুর রহমান প্রাপ্ত ভোট ১২০, নাদিম আহমদ প্রাপ্ত ভোট ১১৮।