সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে দিরাই মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
মঙ্গলবার দুপুরে কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে অরাজকতা সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জামাত শিবিরসহ স্বাধীনতা বিরোধীদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধসহ ৬ দফা দাবিতে দিরাই হাসপাতাল রোডের মুক্তিযোদ্ধা সংসদের অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে ও উপদেষ্টা কানাই লাল রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, সুধীর দাস, মফশ্বির মিয়া প্রমুখ।