শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা: সিলেট জেলার কানাইঘাট থানার প্রচীনতম বহু পরিচিত একটি বাজার গাছবাড়ী বাজার। কিন্তু বাজার যেমটা বড় তোমনি পরিচিত জন বহুল একটি বাজার। তবে সামান্য বৃষ্টি হলেই পানি জমে গাড়ি চলাচলের অসুবিধার সৃষ্টি হয়।
প্রায় সময় মালবাহি ট্রাক, রিক্সা ও অটোরিক্সা গর্তে পরে উল্টিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটেতে পারে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত লোক চলা চল করে।
স্থানীয় একটি মাদ্রাসা ও একটি ডিগ্রী কলেজ সহ কয়েকটি কিন্ডার গার্টেন স্কুল ও সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করে। ভাঙ্গা রাস্তা ও কাঁদাপানি দিয়ে এসব শিক্ষার্থীর যাতায়াতের ভীষন কষ্ট হয়।
অনেক সময় গাড়ী কাদাঁপানি ছিটিয়ে শিক্ষার্থদের জামা-কাপড় নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় রিক্সা উল্টিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। ভাঙাচোরা রাস্তা দিয়ে মানুষ হাট-বাজার করা ও মালামাল আনা-নেয়া করতে পারছে না। হাজারো খানাখন্দের মধ্যে পুরো বর্ষাখালীন সময়ে পানি জমে সৃষ্টি হয়েছে এ জনদুর্ভোগ পরিবেশ।
আর্বজনা পড়ে রাস্তার মধো পরিবেশ নষ্ট হচ্ছে তবে এ সমস্ত কারণে শিশু ও বৃদ্ধরা সহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা। ফলে অফিসগামী চাকরিজীবীরা, স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌছঁতে পারছেন না।
তবে বর্তমানে রাস্তার অবস্তা দেখলে হাল চাষের জমি বলে মনে হয় রাস্তাটি। একটি হাট বাজারের রাস্তা বলে মনে হয় না এ রাস্তা।