শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কেএম নূরুল হুদা। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, সিলেট , রাজশাহী, ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৮ জুন। যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই।’
তিনি আরও বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ৩০ জুলাই।’
তিন সিটি নির্বাচনের তফসিল অাগামী ১৩ জুন ঘোষণা করা হবে। ফলে তফসিলের কার্যক্রম ওইদিন থেকে কার্যকর হবে অর্থাৎ সেদিন থেকেই প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলেও জানান সিইসি।
এর আগে সিইসির নেতৃত্বে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ভোটের তারিখ নির্ধারণ বিষয়ে বৈঠক হয়।