সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
সৌদিআরব ও মিসরের শেষ ম্যাচটা ছিল সম্মান রক্ষার। এমন নিরুত্তাপ ম্যাচেও আবেগী হয়ে পড়েন মিসর প্রিমিয়ার লিগে ১২ বারের চ্যাম্পিয়ন জামালেকের সাবেক কোচ আব্দেল রহিম মোহামেদ।
বিশ্বকাপে মিসরের ‘নাইল স্পোর্টস’ চ্যানেলে নিয়মিত ম্যাচের বিশ্লেষণ করে আসছিলেন তিনি। গত পরশুও (২৫ জুন) এসেছিলেন স্টুডিওতে। ইনজুরি টাইমের নাটকীয় গোলে ১-২ ব্যবধানে হেরে বসে মিসর। সৌদিআরবের সেই গোলের পর অসুস্থ হয়ে পড়েন আব্দেল রহিম মোহামেদ। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি রহিমকে। মিসরের সাবেক গোলরক্ষক মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ‘মিসর খারাপ খেলায় উত্তেজিত হয়ে পড়ছিলেন বারবার। তিনি আসলে আবেগী হয়ে পড়েছিলেন।’
ম্যাচ শেষের পরপরই রাশিয়ায় ছড়িয়ে যায় রহিম মোহামেদের মৃত্যুর খবর। এ নিয়ে মিসরের কোচ হেক্তর কুপার জানালেন, ‘রহিমের মৃত্যুর খবর শুনেছি তবে নিশ্চিত নই। দলের পরাজয় এর কারণ নয় বলেই মনে করি আমি।’
সূত্র: এএফপি