বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনার বিরুদ্ধে ৪-৩ গোলে জয় লাভ করে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ফ্রান্স। আর টুর্নামেন্ট থেকে বিদায় নিলো আর্জেন্টিনা। ফ্রান্সের চারটি গোলের মধ্যে অ্যন্তোনি গ্রিজম্যান ১টি, পাভার্ড ১টি ও কাইলিয়ান এমবাপ্পে দুইটি করে গোল করেন। আর্জেন্টিনার তিনটি গোলের মধ্যে অ্যাঞ্জেল ডি মারিয়া ১টি, মের্কাদো ১টি ও সার্জিও আগুয়েরো ১টি করে গোল করেন। আজ রাতেই দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে যারা জয় পাবে কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হবে ফ্রান্স।
কাজানে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে আজ শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন অ্যান্তোনি গ্রিজম্যান। ডি-বক্সের মধ্যে এমবাপ্পেকে ফাউল করেন মার্কো রোহো। এ কারণে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এরপর ৪১তম মিনিটে ম্যাচে ১-১ সমতা আনে আর্জেন্টিনা। গোলপোস্ট থেকে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন ডি মারিয়া।
১-১ সমতায় থেকে বিরতিতে যায় ফ্রান্স-আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরেই ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে গোলটি করেন মের্কাদো। ডি-বক্সের মধ্যে থেকে শট নিয়েছিলেন লিওনেল মেসি। এরপর শেষ আঁচড় দেন মের্কাদো। বলটি গিয়ে আশ্রয় নেয় জালে।
এরপর ৫৭তম মিনিটে ২-২ সমতা আনে ফ্রান্স। গোলটি করেন পাভার্ড। এরপর ৬৪তম মিনিটে ফ্রান্সকে ৩-২ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। তারপর ৬৮তম মিনিটে এমবাপ্পে গোল করে ফ্রান্স ৪-২ গোলে এগিয়ে দেন। (৯০+৩) মিনিটে ব্যবধান কমায় আর্জেন্টিনা। গোলটি করেন সার্জিও আগুয়েরো। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে ফ্রান্স। আর্জেন্টিনা ‘ডি’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। গ্রুপ পর্বে তারা আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে যায়।