শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
‘স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যালী পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে আলেচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি নুর হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা সমশাদ বেগম, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্মসম্পাদক আবাব মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জেলা কৃষকলীগের সদস্য জাহাঙ্গীর আলম, মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, ইউপি সদস্য আশরাফ আলী, কাঠালিয়া আক্তাপাড়া মৎস্যজীবি সমিতির সভাপতি শওকত আলী প্রমুখ।